শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

কয়েক কিলোমিটারের ব্যবধান









মাত্রইতো কয়েক কিলোমিটারের ব্যবধান!!

হায়!
তোমরা সকলেই ব্যস্ত হয়েছো প্রাত্যাহিক নানান রঙ্গে
এখনো আমরা নীচেই আছি, অন্ধকার প্রকোষ্ঠে
নিমজ্জিত হয়ে গুনে চলেছি প্রতিমুহূর্তে মৃত্যুর ধারাপাত!
যবনিকা পতনের গান,
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে চলেছে
দিনরাত সব একাকার করে বেঁচে থাকার আশায়
খাঁচাবদ্ধ বুভুক্ষু শতো সহস্র প্রাণ,

জেনো, জেনে রেখো-
আমরাও আছি তোমাদেরই কাছাকাছি
শুধু কয়েক কিলোমিটারের ব্যবধান!!


আমরা কি ছিলামনা তোমাদেরই আনন্দের উৎস?
পালা-বদলের হাতিয়ার?
এখনো তিল তিল করে লড়ে চলেছি ক্ষুধার্ত অবস্থায়
খুঁজে চলেছি একটুখানি ফাঁকফোকর
আরেকটি নূতন ভোর প্রতীক্ষায়
ধরে রেখেছি এখনো মুমূর্ষু ধড়টিতে
একটুখানি বেঁচে থাকার প্রাণ-

জেনো, জেনে রেখো-
আমরাও আছি তোমাদেরই কাছাকাছি
শুধু কয়েক কিলোমিটারের ব্যবধান!!


এখনো পৌছুলোনা কেনো শক্তিশালী অক্সিজেন পাইপ
আমাদের বুঝি বাঁচার সাধ নেই?
কিভাবে যেনো পার করে দিয়েছি শতবর্ষকাল!
কোনো কাল্পনিক সময় প্রতীক্ষায়..

জানি,
এটা তা ধিন ধিন সময়,
তবুও আকঁড়ে ধরতে চাইছি
মানবতার টাইটেলে বিপর্যস্ত হতে থাকা
আমাদের বিপন্ন জান-

জেনো, জেনে রেখো-
আমরাও আছি তোমাদেরই কাছাকাছি
শুধু কয়েক কিলোমিটারের ব্যবধান!!





[এখনো রানা প্লাজার ধ্বংসস্তুপের নীচে আটকে থাকা মুক্তির প্রতীক্ষায় শতো শতো ভাইবোনদের প্রতি]



************
আশরাফুল কবীর
১৩ই বৈশাখ, ১৪২০
মতিঝিল, ঢাকা।