শনিবার, ৪ আগস্ট, ২০১২

ম্যাপল পাতার ঋন..






জানালাটি খুলে দিও কোন এক পৌষের কোলাহলে।
ইরেজারে মুছে দিও সবগুলো কাল্পনিক খসড়া চিত্র,
অযথা সব আঁকাআঁকি, কাটাকুটি পুরো পৃষ্ঠা জুড়ে
বিটোফেনের বিষাদময় এক করুন আবাহনের সুরে।

নূতন কোন পৃষ্ঠা বেছে নিও।
প্রয়োজনে ব্যবহার করো সব নূতন রংপেন্সিল,
শিখে রাখা সব কলাকৌশল 
ভেবোনা, নূতন ছবি এসে যাবে অবলীলায়
বল কি আসে যায়, পুরোনো খেমোখাতার 
অচল হিসাব আজ মিলায় বা না মিলায়?

বসন্তে খোলস বদলিয়ে নিও সিজনাল অজুহাতে।
চলে যেও ঘোরপথে, নূতন অরণ্যের খোঁজে
অবসরে পূর্ন করো শেষ বেলার প্রয়োজন
ব্যতিব্যাস্ত হয়ো চাতকী প্রাণে 
যে ভালবাসা না বোঝে।

ম্যাপল রাঙ্গানো ধূসর রাস্তার বুকে
চুপিচুপি এঁকে দিও শৈত্যিক পদচিহ্ন।
ঝরাপাতার সাথে আবার কোন দিন
প্যাপিরাসের ছলকানো বাকলে শুধো
অবহেলার ঋন।


***********
আশরাফুল কবীর
২৫ই পৌষ,১৪১৮
মতিঝিল, ঢাকা।