শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

বিষন্ন বেলার বাঁশি








ক্রমে ক্রমেই সরে যাচ্ছে আশেপাশের তারা সকল
প্রচণ্ড গতিবেগে ছড়িয়ে পড়ছে চারপাশজুড়ে
যেন হয়েছে আরেকটি বৃহৎ বিষ্ফোরন, সৃষ্টির আদিকালের মতো
তবুও জেগে ওঠেনা এখন নূতন কোন‌ ‍‍কিউরিওসিটি
অতীত বর্তমানের প্রান্তজুড়ে-কোন নূতন প্রানের সন্ধানে
বিগব্যাং থেকে ব্ল্যাকহোলের মধ্যবর্তী যতো।

জ্বলেই চলেছে প্রমেথিউসের আগুন
প্রতীক্ষার অবসানে দেখছেনা আর শিশিরকণার স্ফূরণ
ঝাউবনের হাসি
যেন:
টেনে চলা হন্তারক সময় বাজিয়ে চলেছে কেবল
এক বিষন্ন বেলার বাঁশি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন