রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

আঁধারী সাঝ









মধ্যচৈত্রের বনে মশগুল এক বিষন্ন ঋষি
কেবলি কলহ করে ঝরে পড়া বকুলের সাথে
কোন মৌতাত জাগাতে পারেনা সকল চিত্রগাঁথা
অর্ফিয়াসের সুরে..
শুধু
ক্ষণে ক্ষণে  নিয়ে যায়  
ফ্ল্যাশব্যাক করে দূরে?


আজ-
কড়িকাঠে বেজে চলে একটানা ঘুণপোকার আওয়াজ
সময়ের মানচিত্রে দেখা দেয় কেবল
এক অচেনা আঁধারী সাঝ




*****************
১২ই কার্তিক, ১৪১৯
মতিঝিল, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন