শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শুকনো ফ্ল্যান্ডার্সের ঝাড়..







বেলা পড়ার আগেই সূর্যডোবা রঙ
ভেসে চলে কিছু ব্যর্থ সময়ের উপাখ্যান
আলো আঁধারে স্টিকি হয়ে চলে কোন শীর্ণ নদী
ঝরে পড়ার বাসনায় একমনে এগিয়ে চলে
ভাবে, কি উপায় হবে বলো স্কাইলার্ক
কোন সাগরবক্ষ আমন্ত্রণ জানায় যদি।

আমন্ত্রণ! এক রোদ্দুরহীন আকাশ আজ 
ভোর হয়ে আসার দীর্ঘ প্রতীক্ষায়
শুকনো হয়েছিল যে ফ্ল্যান্ডার্সের ঝাড়
জোনাকির ঝাঁকে ঝাঁকে আজ সে নূতন স্বপ্ন দেখে
প্রজাপতিরা ফিরেছে সেই কোন বিকেলে 
হয়তোবা রঙিন ডানাগুলো খুলে রেখে।

তাই বিবর্ণ হয়ে আসে ঝুলে থাকা চাঁদ
কিংবা বিবর্ণ হয়ে ভাসে ঝুলে থাকা কার্নিশ
সজীব সপ্রাণে তাড়িত করে হাওয়াশূণ্য স্তব্দ আকাশ
গোধূলীবেলার লালিমা..
জানার ইচ্ছেটা জেগে ওঠে শেষবেলায়
কোথায় শুরু তুমি কোথায় শেষ
বলো নি:সীম নীলিমা?







অনেক দূরে



সারাবেলা কথা হয়,সারাবেলা
পথের পাশে কখনোবা চুপটি করে একা একা
নিশুতি রাতে সঙ্গী হয় জোনাকদল
ঝরা পাতা জমে জমে পাহাড়তল
দূর দিগন্তে মিলিয়ে যায় পথের রেখা।

আবারো না হয় আসবো ফিরে বাশিঁর সুরে
কাছাকাছি থেকেও থেকো অনেক দূরে।








দীর্ঘশ্বাস


শুরু ছিল তাই শেষ ও হল
তাই এমন শক্ত হলাম বুঝি!
ছাড়ছি ধীরে ধীরে চেপে রাখা দীর্ঘশ্বাস
ক্ষনিকেই বের হয়ে গেল
আহ! বড্ডো সেলুকাস
জেনে রেখো,হারিয়ে যাওয়া প্রিয়
আমাতেই ছিল তোমার দীর্ঘ বসবাস।